মিয়ানমারে সেনাবাহিনী ক্ষমতা দখলের প্রথম দিনেই অং সান সুচি সরকারের ২৪ জন মন্ত্রী,উপমন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে বরখাস্ত করেছে সে দেশটির সেনাবাহিনী । সেই সাথে ১১ জন মন্ত্রীকে নতুনভাবে নিয়োগ দিয়েছে । নুতন মন্ত্রীদের অধিকাংশই সিনিয়র সেনা কর্মকর্তা। কয়েকজন রয়েছেন সেনা সমর্থিত দল ইউএসডিপির সদস্য। ইউএসপিডির অন্যতম নেতা উনা মং লউনকে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নিয়োগ করা হয়েছে। জানা গেছে তিনি নভেম্বরের নির্বাচনে হেরে গিয়েছিলেন।সেনাবাহিনী পরিচালিত টেলিভিশনে নতুন এসব নিয়োগের ঘোষণা দেয়া হয়।
অপর দিকে অং সান সুচির দল এনএলডি তাদের ফেসবুক পেজে এক বিবৃতিতে সামরিক অভ্যুত্থান প্রত্যাখ্যান করে প্রতিবাদ করার ডাক দিয়েছে।সেনাবাহিনীর হাতে তাদের বন্দী নেত্রীর পক্ষে এই বিবৃতি দেওয়া হয়েছে বলে রয়টর্স বার্তা সংস্থা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে ” সেনাবাহিনীর এই ভূমিকা দেশকে একনায়কতন্ত্রে ফিরিয়ে নিয়ে যাবে । জনগনকে আমি অনুরোধ জানাচ্ছি তারা যেন এটা মেনে না নেয় । তারা যেন সেনাবাহিনীর এই অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ করে ।”
শিক্ষা বিষয়ক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ,কাজে লাগবে …………